ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
কুড়িগ্রামে দৈনিক মানবকন্ঠের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • কুড়িগ্রাম প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৫ ০৭:৩১:২৯

কুড়িগ্রামে বন্যাঢ্য আয়োজনে দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১৩ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৫অক্টোবর ) দুপুর ১১টায় প্রেসক্লাব উত্তর ধরলা (কুড়িগ্রাম), সওজ রোড, "বানুরখামার" (লেকসিটি), নাগেশ্বরী, কুড়িগ্রামের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।


 এ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর সভাপতিত্বে ও "সাগর মিউজিক টিভি" আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুড়িগ্রাম ২৫-কুড়িগ্রাম-১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা সাইফুর রহমান রানা।


 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক। আনন্দ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মজিবর রহমান, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি খলিলুর রহমান, দৈনিক সাতমাথা পত্রিকার নাগেশ্বরী প্রতিনিধি মোসলেম উদ্দিন এ-সময় দৈনিক মানবকন্ঠ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ ও নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও কুড়িগ্রাম ২৫-কুড়িগ্রাম-১ এর সাবেক সংসদ সদস্য জননেতা সাইফুর রহমান রানা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সুনামের সাথে পত্রিকাটি ১৩ বছরে পদার্পণ করলো। আমি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সেই সঙ্গে আগামী দিনে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের কাছে আরো জনপ্রিয়তার আর্জনে প্রত্যাশা রাখছি।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী