ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পবিপ্রবিতে চাকুরী পেল জুলাই-আগস্ট বিপ্লবে নিহত হৃদয় তরুয়ার বোন
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু:
  • ২০২৪-১০-২৪ ০৮:০৬:৪৮

জুলাই- আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত  হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে সহায়তা হিসেবে তার জ্যেষ্ঠ বোন মিতু তরুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( পবিপ্রবি) লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ দেয়া হয়েছে।


আজ ২৪ অক্টোবর বৃহষ্পতিবার সকালে জুলাই- আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত  হৃদয় চন্দ্র তরুয়ারের একমাত্র  বড় বোন মিতু তরুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ পত্র প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের নবাগত ভাইস চ্যান্সেলর ভিসি ড. কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ও হৃদয় তরুয়ার মাতা অর্চনা রানী, রেজিস্টারের দায়িত্বে নিয়োজিত প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, প্রফেসর মো জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো।


আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. এবিএম সাইফুল ইসলাম, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, প্রফেসর ডক্টর মোঃ খোকন হুসেন, প্রফেসর ডক্টর আতিকুর রহমান, ডেপুটি রেজিস্টার আবু বক্কর সিদ্দিক,  প্রধান তত্ত্বাবধায়ক আরিফুর রহমান নোমান ডেপুটি রেজিস্টার  মোঃ রাহাত মাহমুদ,  ডেপুটি রেজিস্টার মোঃ  খাইরুল বাসার মিয়া, ডেপুটি রেজিস্টার জনসংযোগ বিভাগ  ইমদাদুল হক প্রিন্স।


উল্লেখ্য,  চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার  পথে  গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচদিন পর  মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে হৃদয় তরুয়ার মৃত্যুঘটে। 


 গত   ২৯ সেপ্টেম্বর রবিবার পবিপ্রবি'র নবাগত ভিসি ড. কাজী রফিকুল ইসলাম  পটুয়াখালী শহরের মুন্সেফ পাড়ায় ভাড়াটিয়া বাসায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া'র শোকাহত পিতা রতন চন্দ্র তরুয়া ও শোকাহত মাতা অর্চনা রানীর হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় নিহত হৃদয় তরুয়ার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি   অনুযায়ী নিহত হৃদয় তরুয়ার একমাত্র বোন  মিতু তরুয়াকে  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ দিলেন  ভিসি ড.কাজী রফিকুল ইসলাম।  

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত