ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
বিএনপি পরিচ্ছন্ন রাজনৈতিক দল: মেজর হাফিজ
  • লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৪ ০৮:০০:৪৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, বিএনপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এই দল কখনো কোনো অন্যায়ের সমর্থন করে না। দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ করবে তাদের ছাড় দেওয়া হবে না।  বৃহস্পতিবার (২৪ অক্টোবর) তার নিজ এলাকা রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডসহ  বিভিন্ন স্থানে গণসংযোগ কালে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন মেজর হাফিজ।


নেতাকর্মীদের উদ্দেশে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, মনে রাখবেন বিএনপি এখনো ক্ষমতায় আসেনি, কবে নির্বাচন হবে তাও সঠিক ভাবে বলা যায় না । তাই সবাইকে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের মন জয় করতে হবে। আমরা স্বাধীন দেশের মানুষ, কোন দেশের গোলামী করা আমাদের কাজ নয়। দুপুরে মেজর হাফিজ তার বাসায় ঘূর্ণিঝড় নিয়ে সকল নেতাকর্মীদের বিপদের মানুষের পাশে থেকে তাদের সহযোগিতার নির্দেশ দেন।


এ সময় উপস্থিত ছিলেন   লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন,যুগ্ম আহ্বায়ক বিশিস্ট গনমাধ্যম ব্যাক্তি  সোহেল আজিজ শাহীন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টুসহ,যুবদলের আহবায়ক কামরুল ইসলাম বাবুল পাটোয়ারী,স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রভাষক রেজাউর রহমান শাহিন,  নিরব হাওলাদারসহ  বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৩ অক্টোবর ভোরে ঢাকা থেকে লঞ্চযোগে ভোলার লালমোহন তার নির্বাচনী এলাকায় আসেন তিনি। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত