ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভোলার অভ্যন্তরীন ৫ রুটে নৌযান চলাচল বন্ধ
  • ভোলা জেলা সংবাদদাতা:
  • ২০২৪-১০-২৪ ০৬:১২:৫৬

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ভোলার পাঁচটি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২৩ অক্টোবর) ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে ৮৬৯টি আশ্রয়কেন্দ্র।


বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের উপ-পরিচালক শহিদুল ইসলাম জানান, হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ভোলা-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিকেল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান ইনকিলাবকে জানান, ঘূর্ণিঝড় ডানা মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য,স্বাস্থ্য সেবার টিম  ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে।এ ছাড়াও কারো যাতে কোন সমস্যা না হয় তার জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী