ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
ঠিকানা
  • শামস মনোয়ার
  • ২০২০-১০-০৩ ০৩:০৮:১৬

ধন্য জন্মেছি স্বাধীন বাগিচায়
জন্মেছিল সে অদূর টুঙ্গি পাড়ায়
প্রজন্মের উচ্চশীর
আত্ম সম্মানের প্রতিবিম্ব
বিপ্লবের স্থপতি
যুগ যুগান্তের বলিষ্ট দিশারী
শেখ মুজুবর রহমান —

শোষনের গ্লানিতে সিক্ত বঙ্গভূমি
প্রমাণ হয়েছে কে ত্যাগেরই কান্ডারি
নতজানু শত্রুর গ্রাসে
পারেনি থামাতে পরাধীন রাহুগ্রাস
বন্দির হাতে জেলের চাবি
গ্রীলের ফাঁকে তাকিয়ে দেখি
সবুজ ও লাল—

অর্জনের মহিমায় উৎপিড়িতের ক্রন্দন
দিয়েছিল সে স্বাধীনতার ডাক
৭ই মার্চের জাগরণে
টুকেছে বাঙালি মুক্তির স্বাদ
তৈলাক্ত বন্দুকের নল পারেনি দমাতে
অকুতোভয় পৃথিবীর বুকে
একটি ইশারায় চীর অম্লান
৩০ লাখের আত্মদান—

কথার পরের উপকথায়
জাতির জনকের উদার পরিনাম
মুক্ত দেশে তুলকালাম
১৫ই আগষ্ট তবে কি
ফের আর একটি সংগ্রাম
দুঃস্বপ্নে ভরা চেতনার চেতনায়
হারিয়েছি যে মোরা
হয়েছি সেচ্চার
৩২ নম্বর জগৎ সেরা গোরস্থান

খুনে রঞ্জিত জাতির মান
ক্ষমা কর হে পিতা
তুমি যে ত্যাগেরই মহিমা
বুকে বাজে দরাজ আহ্বান
কলংকিত নির্দয় প্রস্থান
সময়ের গর্ভে চির অম্লান
সর্বকালের শ্রেষ্ট সন্তান,
শেখ মুজিবুর রহমান----

যিনি বুকের মাঝে
পরম যতনে আগলে রেখেছিল
স্বপ্নের সোনার বাংলাকে!

কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস পালন করলো 'স্বজন'
লেখক ঐক্য'র আয়োজনে রবীন্দ্রজয়ন্তী পালন
৩ দিনব্যাপি চর নিকেতন বৈশাখি সাহিত্য উৎসব অনুষ্ঠিত