ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ইসলামিক ফাউন্ডেশনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৩ ০৯:৪০:১৯

কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে টিকাদান উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার বিকেলে জেলা মডেল মসজিদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেছাদ্দিকুল আলম। 


এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ। রিসোর্স পার্সন হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন বক্তব্য দেন। এছাড়াও ইউনিসেফের প্রোগ্রাম সহযোগী ফারজানা ফেরদৌসি উপস্থিত ছিলেন এ সময়। সভা পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মশিউর রহমান। 

 

সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, জেলায় ১লাখ ৩হাজার ৫২৯জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। এরমধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্র্ভূত কিশোরী রয়েছে। 


অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার, গণশিক্ষা প্রকল্পের শিক্ষক, কওমি মাদরাসার মুহতামিম ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত