জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নীলফামারীতে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও বিআরটিএ নীলফামারী সার্কেলের আয়োজনে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিধি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক শফিকুল আলম সরকারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান এবং জেলা মোটর মালিক গ্রæপের সভাপতি আরেফ রব্বানী মানিক বক্তব্য দেন।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শন হিমাদ্রী ঘটক ও নীলফামারী ট্রাফিক পুলিশের পরিদর্শক জ্যোর্তিময় রায়।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক শফিকুল আলম সরকার জানান, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় নিহত জেলা সদরের রামনগর ইউনিয়নের রফিকুল ইসলাম ও সৈয়দপুরের বাঙ্গালীপুর শামীমা আকতারের পরিবারের কাছে ৫লাখ করে দশ লাখ টাকার চেক প্রদান করেন প্রধান অতিথি। প্রশিক্ষণে ৬৩জন অংশ নেন বলে জানান বিআরটিএ’র সহকারী পরিচালক শফিকুল আলম সরকার।
প্রসঙ্গত ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ শ্লোগানে এবারে সারাদেশে নিরাপদ সড়ক দিবস পালিত হয়