ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
পৃথিবী ও মানুষের মহাকাব্য
  • শাহাজাদা বসুনিয়া
  • ২০২০-১০-০৩ ০৩:০৭:০১

হে সুন্দর পৃথিবী, পৃথিবী রসসিক্ত হয় মানুষের সিঁথির সিঁদুরে
পৃথিবী সুন্দর-অনিন্দ্য সুন্দর জনকোলাহলে
আমরা মানুষ- মানুষ পৃথিবীকে ভালোবাসে পূজারীবেশে
মানুষ যদি না থাকত

পৃথিবীকে কে এমন করে ভালোবাসতো?
কে বলত, ‘বেনু-বনে বায়ু নাড়ে এলোকেশ, মন যেন চায় কারে’
কে বলত, ‘এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো’
কে বলত, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’
কে বলত, ‘ক্ষুধার রাজ্যে চাঁদ যেন ঝলসানো রুটি’

পৃথিবীর রূপ ঝংকৃত হয় মানুষের কন্ঠে
পৃথিবীর অপরূপ ভেসে ওঠে মানুষের চোখজুড়ে
পৃথিবীর বুকে মানুষ এঁকে দেয় সবুজের ক্ষেত
পৃথিবীর বুকে কত অট্টালিকা সারি সারি
পৃথিবীতে মৌসুমি ফুল ফুটে থাকে বাড়ি বাড়ি

পৃথিবী তুমি প্রণয়িনী! তুমি অভিসারি- মানুষও অভিসিক্ত পাশাপাশি
মানুষ যদি না থাকতো, মানুষ যদি না ভালবাসতো
কে প্রশংসা করতো পৃথিবীর, কে নিতো ঘ্রাণ এই ধরিত্রীর?
শুধু আপলক চোখে মানুষই হলো পৃথিবীর পূজারী
পূজা করি এই পৃথিবীর, মানুষের প্রিয় এই পৃথিবী

তবুও পৃথিবী কেন এত নিষ্ঠুর? মানুষ নিপীড়িত শত অব্দের
বর্ষা-খরা, ঝড়-হাওয়া টর্নেডো-জলোচ্ছ্বাস-রৌদ্র-দগ্ধসহ
আরও কত খেলায় পৃথিবী মেতে উঠে চিরকাল
পৃথিবীর বুকে বহমান নদীতে ভরাডুবি
সমুদ্রে ডুবে যাওয়া জাহাজের বিপদসংকেত
ঘটনা-দুর্ঘটনায় কত মৃত্যুর খবর আসে সাইরেন-শঙ্খে

পৃথিবী, হে পৃথিবী তুমি কেন এত নিষ্ঠুর!
শান্ত হও হে পৃথিবী, মানুষকে রক্ষা করো করোনা
ভাইরাস থেকে, মানুষ মরে গেলে পৃথিবীও নির্জন
অপূর্ব-অনিন্দ্য সুন্দর পৃথিবী- যদিও পৃথিবী ছাড়া মানুষ অস্তিত্বহীন।

কবি সুকান্ত ভট্টাচার্যের প্রয়াণ দিবস পালন করলো 'স্বজন'
লেখক ঐক্য'র আয়োজনে রবীন্দ্রজয়ন্তী পালন
৩ দিনব্যাপি চর নিকেতন বৈশাখি সাহিত্য উৎসব অনুষ্ঠিত