ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে অবহিতকরণ সভা
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৩ ০৬:১৩:৫২

কিশোরীদের হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) প্রতিরোধে টিকাদান উপলক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শহরের নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 


জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা হক, ইউনিসেফের প্রোগ্রাম সহযোগী ফারজানা ফেরদৌসি বক্তব্য দেন। 

আলোচক হিসেবে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান এবং এইচপিভি টিকা বিষয়ক প্রজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতিকুর রহমান।  

জেলা তথ্য কর্মকর্তা কবির উদ্দিন জানান, শিশু ও কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতা মুলক প্রচার কার্যক্রম শীষক প্রকল্পের আওতায় এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০জন ছাত্রী অংশ গ্রহণ করেন।

এদিকে দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


এতে সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান জানান, জেলায় ১লাখ ৩হাজার ৫২৯জন কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাদান করা হবে। এরমধ্যে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০থেকে ১৪বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্র্ভূত কিশোরী রয়েছে। 


প্রত্যেককে বিনামুল্যে এক ডোজ করে এই টিকা প্রদান করা হবে ২৪অক্টোবর থেকে। এরমধ্যে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান এবং বাকি ৮দিন ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। 

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী