ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কাজিপুরে প্রণোদনা পেলেন ৭ হাজার ৭৭০ জন কৃষক
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-১০-২৩ ০৬:১০:৪১

সিরাজগঞ্জের কাজিপুরে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে   মঙ্গলবার (২২ অক্টোবর)  এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও ভারপ্রাপ্ত সাবরিন আক্তার।এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম।

 

উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়,২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে উপজেলায়  পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের সর্বমোট ৭ হাজার ৭৭০ জন কৃষককের মধ্যে  গম বীজ ৩১০ জন, ভুট্টা ১৩৯০ জন, সরিষা ৫৪০০ জন, চীনাবাদাম - ৪০০ জন , শীতকালীন পেঁয়াজ - ৩০ জন, মসুর- ১২০জন , খেসারী- ১১০জন, অড়হর- ১০ জন এবং ডিএপি ও এমওপি সার পাবেন বলে জানা গেছে।

 

প্রণোদনা নিতে আসা সোনামূখী ইউনিয়নের উত্তর পাইক পাড়া গ্রামের  আব্দুল বারী  বলেন, বিনামূল্যে বীজ ও সার পেয়ে আনন্দ লাগছে। আমি তিন বিঘা জমিতে সরিষা চাষ করবো।সরকার আমাদের মতো কৃষকদের প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করছেন।

 

এসময় কৃষি সম্প্রসারণ অফিসার ফয়সাল, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহীনুর ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা  মাহমুদুল হাসান সহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত