ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-১০-২২ ০৯:০০:৫৭

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতি দেখতে গিয়ে আক্রমণের শিকার হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে চকরিয়া উপজেলার  ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চাবাগান এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত তাহেরা বেগম (৬০) একই এলাকার সুলতান আহমদের স্ত্রী।

রেঞ্জার মেহেরাজ উদ্দিন জানিয়েছেন, রাতে পার্শ্ববর্তী সংরক্ষিত বনের পাহাড় থেকে একটি বন্যহাতি লোকালয়ে আসার খবর ছড়িয়ে পড়ে। এসময় প্রতিবেশিদের সঙ্গে  তাহেরা বেগমও হাতি দেখতে যান।

“  তাহেরা বেগম ঘর থেকে বের হয়ে রাস্তায় পৌঁছা মাত্র বন্যহাতিটির সামনে পড়েন। এসময় হাতিটি শুঁড় দিয়ে তাকে আটকে ধরে। পরে তাকে পায়ের নিচে পিষে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। “

বনরেঞ্জের এ কর্মকর্তা বলেন, হাতিটি তাহেরা বেগমকে আঘাতের পর ঘটনাস্থল থেকে  সরে যায়। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। 

এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে বলে জানান মেহেরাজ উদ্দিন।

 

 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী