ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নেছারাবাদে দুই জেলের এক বছরের কারাদন্ড
  • নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
  • ২০২৪-১০-২১ ০৫:০৩:৩৯

নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের অপরাধে একজন স্কুল ছাত্র সহ দুইজন জেলেকে দন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রবিবার সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন। আদালতে কাজলাহার গ্রামের কলেজ পড়ুয়া ছাত্র মো: সাকিব(২২)-কে পাচ হাজার টাকা জরিমানা এবং মো: মিজান ও রিদুল আলী হাওলাদার নামে অপর দুইজনকে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়।


জানাগেছে, অপরাধিরা  ভোররাতে উপজেলার অলংকারকাঠি গ্রামের আবাসন এলাকা সংলগ্ন সন্ধ্যানদীতে ইলিশ মাছ ধরছিল। এসময়, উপজেলা মৎস্য অফিসের অভিযানকালিন দায়িত্বে থাকা মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল ও  নৌপুলিশ নদীতে টহলে ছিল। তারা খবর পেয়ে অভিযান চালিয়ে ইলিশ নিধনকারি ওই তিন ব্যাক্তিকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে। এসময়, তাদের কাছ থেকে ১৫ টি ইলিশ মাছ এবং দশ হাজার মিটার জাল জব্দ করা হয়।

 

পরে গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর কার্যালয়ে হাজির করেন। ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে মো: মিজান(৩০),রিদুল আলী হাওলাদার(২৪) নামে দুইজনকে এক বছর করে কারাদন্ড প্রদান করেন। এছাড়া গ্রেফতারকৃত অপরজন কলেজ ছাত্র সাকিবকে পাচ হাজার টাকা জরিমানা করেন।


উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার সৌরভ মন্ডল জানান, অভিযানে জব্দকৃত মাছ দুস্থদের মধ্য বিলিয়ে দেয়া হয়েছে। এছাড়া দশ হাজার মিটার জাল পুড়িয়ে ফেলা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মো: মনিরুজ্জামান জানান, ইলিশ সম্পদ সংরক্ষনে এ সময়ে নদীতে মাছ ধরা নিষেধ। আইন অমান্যকারি যে হোক, কাউকে ছাড় দেয়া হবেনা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী