ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
লালমোহনে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যুতে দোয়া মোনাজাত
  • লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • ২০২৪-১০-১৯ ০৭:৪৮:৪৩

ভোলার লালমোহনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে)  এর সভাপতি সদ্য প্রয়াত রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১১:০০ টায় লালমোহন প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 দৈনিক সংগ্রাম লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ মাহাবুব আলমের সভাপতিত্বে ও দৈনিক সংবাদ লালমোহন উপজেলা প্রতিনিধি শাহীন কুতুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল,লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আবদুল হক, লালমোহন থানা ওসি তদন্ত মোঃ মাসুদ আলম হাওলাদার, লালমোহন প্রেসক্লাব আহবায়ক সোহেল আজীজ শাহীন, প্রেসক্লাব সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্য থেকে রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ইনকিলাব জেলা সংবাদদাতা জহিরুল হক সেলিম,ইত্তেফাক লালমোহন উপজেলা সংবাদদাতা এসবি মিলন ও জনকণ্ঠ প্রতিনিধি জাহিদুল ইসলাম দুলাল প্রমূখ। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও উপজেলার সর্বস্তরের গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের আলোচনায় মরহুম রুহুল আমীন গাজীর জীবন ও কর্মের উপর ব্যাপক আলোচনা করেন এবং বাংলাদেশের জনগন ও সাংবাদিকদের অধিকার আদায়ে তার অবদান তুলে ধরে আগামী দিনে যে কোন অধিকার আদায়ে জেল জুলুম উপেক্ষা করে রুহুল আমীন গাজীর মত সাহসী ভুমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন লালমোহন উপজেলা জামায়াতের আমীর মাওঃ আবদুল হক।
 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী