ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পৈত্রিক রেকর্ডিং সম্পত্তি দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-১০-১৭ ০৪:৫৩:৫৬

দিনাজপুর  খানসামায় পৈত্রিক নামীয় রেকর্ডীয় সম্পত্তি দখল নেওয়ায় প্রতিপক্ষরা একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

অতি সম্প্রতির সময় দিনাজপুরের খানসামার ডুমুরিয়া মৌজায় জি এল নং ৫৫, সিএস ও এস, এ এবং আরএস খতিয়ানে পৈতৃক সূত্রে প্রাপ্ত চার শতক জমি নিয়ে বিরোধ চলছে। এই জমিকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৮ থেকে ৯ জন গুরুতর আহত হয়। তাদেরকে খানসামা পাকের হাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসক গ্রহণ করানো হয়েছে।

দিনাজপুর জেলার খানসামা উপজেলার ডুমুরিয়া গ্রামের খলিফার মোড় হাজীপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন ওরফে শাহিনুল পরিবারের নিরাপত্তা চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন।

 প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় অসহায় দিনমজুর আব্দুর রাজ্জাকের ছেলে শাহীন ওরফে শাহিনুল এর বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা সাজিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে।


শাহিন বলেন, একই গ্রামের সম্পর্কে জ্ঞাতিগোষ্ঠী হলেও তারা অত্যন্ত অর্থলোভী হয়। আমার বাবার নিকট থেকে আমি চার শতক জমি দলিল মূলে ক্রয় করে নেই। এবং সেই জমিনের খাজনা, খারিজ থেকে নামজারি পর্যন্ত সকল কিছু সম্পন্ন করা হলেও প্রতিপক্ষরা মিথ্যা একটি দলিল তৈরি করে সেই দলিল মূলে উক্ত বাড়ির ভিটা সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে।  আমি বাধা দিতে গেলে আমার পরিবার সহ আমার মা বাবা ভাই বোনদেরকে নামে আঘাত করে উল্টো মিথ্যা মামলা সাজিয়ে আমার পরিবারকে হয়রানি করছে।

দিনাজপুর খানসামার ইন্সপেক্টর তদন্ত আবদুল মোতালেব বলেন, ঐ ঘটনাকে কেন্দ্র করে শুনেছি একাধিক মামলা চলমান রয়েছে। তবে আদালত কর্তৃক বিশেষ নির্দেশনা দেওয়া হলে তদন্ত-পূর্বক প্রতিবেদন দাখিল করা হবে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী