দিনাজপুরের বিরলে মানব পাচারকারী সহ অবৈধ ভাবে ভারতে পারাপারের সময় ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ বুধবার দুপুরে দিনাজপুর বিরল অফিসার ইনচার্জ আব্দুস সবুর আটকের সংবাদটি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২১/৯-এস এর নিকট বর্তী আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলরত তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের ৩ জনকে আটক করে।
আটককৃতরা হলেন, মানবপাচারকারী বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর কান্দাপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে হেলাল পারভেজ পায়েল (২৭), বাংলাদেশী নাগরিক বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া মানিকপুর গ্রামের মৃত: কান্ত দেবের ছেলে বিরেন ভদ্র (৪০)।
এদিকে বিরল উপজেলার পরমেশ^রপুর বিওপি থেকে নোনা গ্রাম নামক স্থান থেকে বাংলাদেশী নাগরিক অবৈধ ভাবে ভারতে পারাপারের সময় দিনাজপুর সদর উপজেলার বড়বন্দর নতুন পাড়ার মৃত: হরি পদ রায়ের মেয়ে ভারতি (৪৫) কে আটক করে।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লে: কর্নেল মো: আহসান উল ইসলাম পিএসি জানান, ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের মঙ্গলবার মধ্যরাতে সীমান্ত থেকে আটক করা হয়।
মামলা দায়ের করার পর বিরল থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।