ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সভাপতির স্বাক্ষর ছাড়াই এ্যাডহক কমিটি গঠন
  • নেছারাবাদ উপজেলা প্রতিনিধি:
  • ২০২৪-১০-১৬ ০৬:২২:১৯

নেছারাবাদে সভাপতির স্বাক্ষর ছাড়াই  রাজবাড়ী ডিগ্রী কলেজ ও শহীদ স্মৃতি বিএম ডিগ্রী কলেজের এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বিশেষ ক্ষমতা বলে ঐ কমিটি গঠন করা হয়েছে বলে সোনা যাচ্ছে। কমিটি গঠন নিয়ে শিক্ষক সহ সর্বমহলে আলোচনা ও সমালোচনা সোনা যাচ্ছে। ঐ এ্যাডহক কমিটি গঠনের বিষয় কিছুই জানেনা কলেজের দায়িত্বপ্রাপ্ত বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)। 

 

গত ২৯/৮/২৪ইং তারিখের পরিপত্রের আলোকে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তাকে সভাপতির দায়ীত্ম দেয়া হয়। সেই মতে বেসরকারি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিধি মোতাবেক বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরম পূরণ করে এ্যাডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের নিমিত্তে ন্যূনতম স্নাতক ডিগ্রীধারী তিনজন করে শিক্ষানুরাগী ব্যক্তির নাম প্রস্তাব করার কথা উল্লেখ আছে এবং সেখানে কলেজ অধ্যক্ষ এবং সভাপতি(ইউএনও) স্বাক্ষর সহ অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানন্সেলর কাছে পাঠাতে হবে । অথচ রাজবাড়ী ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এ্যাডহক কমিটি গঠন করা হয়েছে যেখানে নির্বাহী কর্মকর্তা স্বাক্ষর নাই এবং বিষয়ে তিনি কিছুই জানেনা।

 

সভাপতির অনুমোদন ছাড়া কিভাবে কলেজের এ্যাডহক কমিটির অনুমোদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের কাছে পাঠানো হয়েছে জানতে চাইলে, রাজবাড়ী ডিগ্রী কলেজের ভার প্রাপ্ত প্রিন্সিপাল হুমাউন কবির বলেন, আমার সঠিক খেয়াল নাই তাছাড়া  এই আইনটা আমার জানা নাই। আমি জানি একটা কমিটির মেয়াদ শেষ হলে সেই কমিটির সভাপতির স্বাক্ষর সহকারে পাঠাতে হয়।সেই ক্ষেত্রে আগের কমিটির সভাপতির স্বাক্ষর সহ পাঠানো হয়েছে। যেহুত বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তার অনুমতি ছাড়া কি কমিটি অনুমোদনের জন্য পাঠানো  যায়? জিগ্যেস করলে তিনি বলেন, না তাতো যায় না।

 

পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম বলেন, কলেজের সাবেক কমিটির সভাপতির স্বাক্ষর ও আমার স্বাক্ষরে জাতীয় বিশ্ব বিদ্যালয়ে একটি এ্যাডহক কমিটির সুপারিশ পাঠিয়েছি। বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় কমিটির অনুমোদন দিয়েছেন। উক্ত এ্যাডহক কমিটির সুপারিশের ফর্মে কলেজের দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরের প্রয়োজন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কলেজের বিলুপ্ত কমিটির সভাপতির স্বাক্ষর থাকলে ইউএনও এর স্বাক্ষর প্রয়োজন আছে বলে আমি বুজিনা।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মনিরুজ্জামান জানান, ওই কলেজ দুইটির এ্যাডহক কমিটি গঠনের বিষয়ে আমি কিছুই জানিনা। তবে উপজেলার  দুইটি কলেজের এ্যাডহক কমিটি গঠনে সুপারিশ পাঠানোর জন্য তারা আমার স্বাক্ষর নিয়েছেন। যে সুপারিশে একাধিক লোকের নাম পাঠানো হয়েছে। রাজবাড়ী ডিগ্রী কলেজ এবং পশ্চিম সোহাগদল শহিদ স্মৃতি ডিগ্রী কলেজের এ্যাডহক কমিটি সম্পর্কে আমি কিছুই জানিনা।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী