ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
এই বাংলাদেশের অনেক স্বপ্ন আছে : আসিফ নজরুল
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-১০-১২ ০৮:০৯:০৭

অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “যে আত্মত্যাগের বিনিময়ে ছাত্র-জনতা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি।”


তিনি বলেন, “এই বাংলাদেশের অনেক স্বপ্ন আছে। তার মধ্যে অন্যতম হল, আমরা এই দেশের সব ধর্মের, সব মতের মানুষ একসঙ্গে বসবাস করব। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক।”


শুক্রবার বিকালে সিরাজগঞ্জ শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।


হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে আসিফ নজরুল বলেন, “আপনারা কখনো কোনো রাজনৈতিক দলের ফাঁদে পা দেবেন না। আপনারা বাংলাদেশের মানুষ, স্বাধীন বিচার বুদ্ধি নিয়ে চলবেন। সংখ্যালঘু শব্দটা শুনলে মনে হয়, আপনাদের কম অধিকার বা কম মর্যাদা আছে। মনে রাখবেন, আমরা সবাই বাংলাদেশের মালিক। সবার অধিকার ও মর্যাদা সমান।”


সত্য নারায়ণ সারদা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত ডিসি মো. তোফাজ্জল হোসেন, এসপি মো. ফারুক হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি অমর কৃষ্ণ দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু, সাবেক সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, কল্যাণ সাহা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইয়াসিন আরাফাত ইশান।


এর আগে দুপুরে উপদেষ্টা সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কাছারি বাড়ি পরিদর্শন করেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী