কক্সবাজারে আবাসিক হোটেলে ‘চিরকুট লিখে’ আত্মহত্যাকারি এক পর্যটকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের মরিয়ম রিসোর্টের নামের আবাসিক গেস্ট হাউস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত অমিত বড়ুয়া (৩২) চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার রণজিত বড়ুয়ার ছেলে।
রিসোর্ট কর্তৃপক্ষের বরাতে কক্সবাজার সদর মডেল থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, গত ৮ অক্টোবর সকালে অমিত বড়ুয়া কক্সবাজার ঘুরতে আসেন। তিনি রিসোর্টটির ১০৮ নম্বর কক্ষে উঠেন। শুক্রবার সকালে তার হোটেল কক্ষ ছাড়ার কথা ছিল। সকাল ১১টার দিকে অমিত বড়ুয়ার অবস্থান করা কক্ষটি ছাড়ার বিষয়ে হোটেলের এক কর্মচারি কথা বলতে যায়।
“ এসময় হোটেল কক্ষটি ভিতর থেকে বন্ধ পায়। কয়েকবার ডাকার পরও কোন সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্মচারির সন্দেহ জাগে। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। “
ওসি বলেন, “ খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষটির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে রশি দিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় মৃতের পকেটে একটি চিরকুট পাওয়া যায়। “
“ তবে চিরকুটটি খুলে এখনো পড়া সম্ভব হয়নি। তাই কি কারণে আত্মহত্যা করেছে এবং চিরকুটে কি লিখেছে তা জানা সম্ভব হয়নি। “
ফয়জুল আজীম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তারপরও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।