পর্যটন কেন্দ্র ও শিশুদের বিনোদন কেন্দ্রের ঘাটতি মেটাতে নীলফামারীতে 'মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক' উদ্বোধন হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হাজিগঞ্জ বাজারের নিকটে নতুন এই রিসোর্ট এন্ড ওয়াটার পার্কের উদ্বোধন করেন গ্রামীণ টেলিকম ট্রাস্টের চীফ মেডিকেল প্লানার (কনসালটেন্ট) অধ্যাপক ডা. মো. লুৎফার রহমান।
এসময় মিনি পার্ক এন্ড রিসোর্টের চেয়ারম্যান রোখসানা বেগম (মিনি), ব্যবস্থাপনা পরিচালক কাবিরুল ইসলাম লিটন, ট্রাভেলার সলুশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ জব্বার খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এসময় গ্রামীণ টেলিকম ট্রাস্টের চীফ মেডিকেল প্লানার (কনসালটেন্ট) অধ্যাপক ডা. মো. লুৎফার রহমান বলেন,'শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে এমন বিনোদন কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও এমন বিনোদন কেন্দ্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে বলে আমি মনে করি। এমন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আকমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।'
'মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক' এর ব্যবস্থাপনা পরিচালক কাবিরুল ইসলাম লিটন বলেন,'নামমাত্র টিকিটের মূল্য পরিশোধ করে রিসোর্ট ও ওয়াটার পার্কে প্রবেশ করা যাবে। আমাদের এখানে আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্কটি খোলা থাকবে। শান্ত ও মনোরম পরিবেশের জন্য আমাদের বিনোদন কেন্দ্রটি সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে আমি মনে করি।'
জানতে চাইলে মিনি রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক' এর চেয়ারম্যান রোখসানা বেগম (মিনি) বলেন, 'নীলফামারীতে শান্ত ও নিরিবিলি পরিবেশে গিয়ে মানুষ সময় কাটাবে এমন কোনো বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। শিশুদের জন্যও নেই কোনো সময় কাটানোর স্থান। সে কথা বিবেচনা করে সুন্দর মনোরম পরিবেশে রিসোর্ট এন্ড ওয়াটার পার্ক তৈরি করেছি। মূলত এটি নির্মাণের উদ্দেশ্য হলো এ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি ও বিনোদনের ব্যবস্থা করা।'