ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে পূজা হচ্ছে ৫৪টি মন্ডপে, নিরাপত্তায় বিজিবি ব্যাটালিয়ন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১০-১০ ০৭:০১:৫৩

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের অধীন ৫৪টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে নীলফামারী সীমান্তে ১২টি এবং পঞ্চগড় সীমান্তে ৪২টি রয়েছে। 

 

এসব পুজামন্ডপের শান্তি শৃঙ্খলা রক্ষা ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্নে ৯প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। ২৪ঘন্টা নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। 

 

এদিকে গতকাল সীমান্তবর্তি কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শণ করেছেন বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। 

 

ব্যাটালিয়ন সুত্র জানায়, ৫১বিজিবি’র আওতায় নীলফামারী ও পঞ্চগড়ে ১৪৭কিলোমিটার সীমান্ত রয়েছে। এই এলাকার ৮কিলোমিটারের মধ্যে ৫৪টিতে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। 

 

এসব এলাকায় কোন সন্ত্রাসী বা নাশকতা মুলক ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি’র সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধি ও পুজামন্ডপ পরিচালনা কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। 


পুজার শেষ দিন পর্যন্ত সবোর্চ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করবে বাহিনীর সদস্যরা। 

 

বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, পুজো মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করণে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে। 


২৪ঘন্টাই দায়িত্ব পালন করছেন সদস্যরা। প্রতিমা বিসর্জন পর্যন্ত আমাদের দায়িত্ব চলমান থাকবে। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত