ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
চেয়ারম্যান ফাঁটা কেষ্টকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ
  • শাহ্ আলম শাহী,দিনাজপুর:
  • ২০২৪-১০-০৯ ১০:২৬:২৩

দিনাজপুর  সদর উপজেলার ৬নং আউলিয়াপুর  ইউপি চেয়ারম্যান হত্যা মামলার আসামি মোস্তফা কামাল ফাঁটা কেষ্টর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

 বুধবার ( ৯ অক্টোবর )  সকালে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ সম্মুখ সড়কে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয়।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে জানানো হয়,ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল এজাহারভুক্ত বৈষম্যবিরোধী ছাত্র নেতা রাহুল হত্যা মামলায়   আসামি।  ইউনিয়নের সাধারণ গরীব-দু:খী,অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত চাল,গম,টাকা শুধু নয়,সড়কের গাছ পর্যন্ত কেটে আত্মসাৎ করেছে। অসংখ্য মানুষকে চাকুরি ও সহায়তা দেয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করেছে। তার বিরুদ্ধে নারী ঘটিত অসংখ্য অভিযোগ রয়েছে। কেউ তার অপকর্মের প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলায় ফাসিয়ে দিয়েছে। পুলিশ ও গুন্ডা বাহিনী দিয়ে মারধর এবং হয়রানী করেছে। 

সে নিজেকে ফাঁটা কেষ্ট' দাবি করে নিজের নাম নিজেই ফাঁটা কেষ্ট রেখেছে। আন্দোলনকারিরা মোস্তফা কামাল ফাঁটা কেষ্টর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানায়। শত শত আবাল-বৃদ্ধ-বনিতা এ কর্মসুচিতে অংশ নেয়।


 এ সময় ৬নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গুলজার হোসেন, ইউপি সদস্য ডাঃ মোঃ মোজাম্মেল হক, মোঃ সামসুদ্দিন, সারোয়ার জামান, মোস্তফা হোসেন, নুর আলম, মোঃ রবিউল, মোঃ রফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আসমা খাতুন, ফারজানা বেগম ও এলাকাবাসী মোঃ সাইফুদ্দিন, মোঃ জহুরুল, মোঃ কালাম, মোঃ আজাদসহ অন্যারা বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, মোস্তফা কামাল ইউপি চেয়ারম্যান থাকা অবস্থায় সরকারি গাছ কর্তন করে বিক্রি করে টাকা আত্মসাৎ, ভিজিডি কার্ড, মাতৃত্বকালীন কার্ডসহ বিভিন্ন খাতের টাকা দীর্ঘদিন যাবৎ আত্মসাত করেছে। গ্রাম্য পুলিশকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা সাধারন গ্রামবাসীর কাছে হাতিয়ে নিয়েছে। মেম্বারদের নিকট বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজে অবৈধভাবে অর্থের চাপ দিয়ে টাকার ভাগ নিয়েছেন। আমরা তার বিচার ও দ্রুত  গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি। 
মানববন্ধনে এলাকার মোঃ আব্দুল আজিজ বলেন, আমার কাছে সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল সাড়ে ৪ লক্ষ টাকা নিয়েছেন আমাকে গ্রাম্য পুলিশ হিসেবে নিয়োগ দেওয়ার জন্য। আমার চাকুরীও হয়নি এবং আমার টাকাও ফেরত দেননি। আমরা তার বিরুদ্ধে আইনগত বিচারসহ শাস্তি দাবী করছি।'

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী