ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার-২ ট্রাক জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৭ ১০:০৫:৪৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫০ বস্তা ভারতীয় চিনিসহ ২ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।   সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ  এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা জেলার ইশ্বরদী উপজেলার চক আলাদী গ্রামের মোঃ নাজমুল হোসেন- (২৪) ও একই জেলার সদর উপজেলার চর-ভাঙ্গাবাড়িয়া গ্রামের মোঃ জাকারিয়া হোসেন-(২০)।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ  এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদেরকে চিনির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা কোন সঠিক তথ্য দিতে পারেনি। ফলে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে চিনি আনা হয়েছে বিধায় তাদের কাছ থেকে ২৫০ বস্তা চিনি ও চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী