ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
কাশিয়ানীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৭ ০৯:৪৭:৫০

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার শহীদ মিনার চত্বরে (সোমবার) বিকাল চারটার সময় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সার্বিক আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। 


উক্ত মানববন্ধন ও স্মারকলিপির অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ বুলবুল আহমেদের পরিচালনায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জিয়াউর রহমান (জিহাদ) সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক চৌধুরী, উপদেষ্টা মোঃ ওবায়দুর রহমান , সাবেক প্রধান উপদেষ্টা মোঃ ইব্রাহিম মুন্সী, সাবেক সভাপতি মোঃ নাসিবুর রহমান, সাধারণ সম্পাদক (৩) পলাশ বিশ্বাস, সহ-সম্পাদক স্বপ্না ভট্টাচার্য, সহ অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/ শিক্ষিকা উপস্থিত ছিলেন, এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিয়াউর রহমান (জিহাদ) এর বক্তব্যে প্রকাশিত হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস এর কাছে বিশেষ ভাবে অনুরোধ করেন, পিটিআই সংযুক্ত পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে, তাহলে কেন? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড উত্তীর্ণ হবে না?দশম গ্রেডে যাতে উত্তীর্ণ হতে পারি আমরা সেদিকে লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, আমরা বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি, কাশিয়ানী উপজেলা শাখার পক্ষ থেকে।


 তিনি আরো বলেন যেহেতু বর্তমান সরকার সংস্কার কার্যক্রম করার চিন্তাভাবনা মাথায় নিয়েছেন, সেহেতু আমরা যারা বাংলাদেশব্যাপী সহকারী শিক্ষক পদে নিয়োজিত তাই আমাদের দশম গ্রেট বাস্তবায়নের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন-পরিশেষে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান এর কাছে স্মারকলিপি প্রদান করেন প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত