বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের একটি প্রকল্পে অতিরিক্ত অর্থ বরাদ্দ ও ব্যয়ে নয়-ছয়ের অভিযোগ উঠেছে। এছাড়া মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর দররুল হুদা এই প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব করলেও, তাকে বাদ দিয়ে জুনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তাকে করা হয়েছে প্রকল্প পরিচালক।
যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে 'খামার যন্ত্রপাতি গবেষণা' প্রকল্পে মিনি কম্বাইন্ড হারভেস্টার উদ্ভাবনে ব্যয় ধরা হয়েছে আড়াই কোটি টাকা। অথচ জাপান থেকে আমদানি করলে সর্বোচ্চ ব্যয় হওয়ার কথা ২২ লাখ টাকা। এছাড়া ম্যানুয়াল রাইস ট্রান্সপ্লান্টারের আমদানি খরচ ২৫ হাজার টাকা হলেও, উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৫০ লাখ।
অভিযোগ রয়েছে, টাকা নয়ছয়ের সুবিধায় প্রকল্প পরিচালক নিয়োগেও হয়েছে অনিয়ম। যেখানে যোগসাজশ করে জুনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তাকে দেয়া হয়েছে দায়িত্ব।
যদিও প্রকল্পের প্রধান গবেষকের দাবি, আমদানিকৃত যন্ত্রপাতি নিয়ে গবেষণা করে আমাদের দেশের উপযোগী করায় খরচ বেশি হচ্ছে।
ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীরের দাবি, সব নিয়ম মেনেই হচ্ছে প্রকল্পের কাজ।
আধুনিক যন্ত্র উদ্ভাবন ও উন্নয়নের জন্য ২০১৬ সালে ১০টি প্রকল্প প্রস্তাব করা হয়। ৪৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন পায় ২০১৯ সালের শেষের দিকে।