ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
পলাশে ৪২টি পূজা মন্ডবে জিআর চালের ডিও বিতরণ
  • নরসিংদী প্রতিনিধি :
  • ২০২৪-১০-০৭ ০৭:৩৮:০০
নরসিংদীর পলাশে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে পূজা মন্ডবের নেতৃবৃন্দের হাতে চালের ডিও বিতরণ  করা হয়।
 
 
পলাশের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আলম, পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, পলাশ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবুল কাশেম, উপজেলা সেক্রেটারি মাওলানা মাসুদুল করিম, জাপা নেতা জাকির হোসেন মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশ উপজেলা শাখার সভাপতি মো: আমিনুল হক, সেক্রেটারি মোহাম্মদ ইকরাম, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক শুভ্রত চন্দ্র দত্ত প্রমুখ।
 
 
সভায় পলাশ উপজেলার ৪২টি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে ৫০০ কেজি করে জিআর চালের ডিও হস্তান্তর করা হয়েছে।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী