ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নেছারাবাদে দাবি আদায়ে সহকারি শিক্ষকদের মানববন্ধন
  • নেছারাবাদ(পিরোজপুর)প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৭ ০৪:৪৯:২৩

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেছারাবাদে মানববন্ধন ও স্মারকলিপি জমা দিয়েছেন সহকারি শিক্ষকরা।

রোববার বিকেলে উপজেলা পরিষদ সড়কে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ ওই মানববন্ধন করেন। মানববন্ধন শেষে শিক্ষক নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাশ একজন সরকারি কর্মচারী, গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পায়। অথচ অনার্স-মাস্টার্স পাশ করে প্রাথমিকের শিক্ষকরা ১৩ তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এই বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেকারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানান তারা। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন সহকারি শিক্ষক, নাসরিন জাহান,সুব্রত দে,মোঃ মহসীন,মিথিলা আক্তার,আরাফত হাসনাইন,মো:মনিরুল ইসলাম, মো:আরিফুল ইসলাম,মো:রাজু প্রমুখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী