ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
দিনাজপুরে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা
  • শাহ্ আলম শাহী, দিনাজপুর:
  • ২০২৪-১০-০৬ ০৪:৫২:১৯

'অম্লীয় মৃত্তিকা ব্যবস্থাপনায় চুন প্রযুক্তি ব্যবহার, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ  ও সরজমিনে ভেজাল সার সনাক্তকরণের কলাকৌশলের উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ  এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। 

শনিবার  ( ৫ অক্টোবর)  মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,দিনাজপুর আঞ্চলিক কার্যালয় আয়োজিত  এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট এর মহাপরিচালক মো. জালাল উদ্দীন। 

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. আরিফুন্নাহারের সভাপতিত্বে  অনুষ্ঠানে ডিএই'র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো.হামিদুর রহমান, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো.আব্দুল হালিম,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো.নুরুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন।
 
দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক অংশ নেয়। অন্যদিকে সার ব্যবহারের অপচয় রোধে করণীয় বিষয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভায় শতাধিক কৃষক অংশ নেয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত