আসন্ন শারদীয় দুর্গা উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় ঠাকুরগাঁওয়ে নাগরিক নিরাপত্তা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ অক্টোবর ২০২৪, ঠাকুরগাঁও সদর থানার আয়োজনে গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও'র সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নাগরিক নিরাপত্তা কমিটির সমন্বয়ক ও ইএসডিও'র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার।
এই সময় আরো বক্তব্য রাখেন , অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার এবং নাগরিক নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ জমির উদ্দিন, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, নাগরিক নিরাপত্তা কমিটির সদস্য সচিব মো: রেজাউল ফারুক রোমেল চৌধুরী, ঠাকুরগাঁও জেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মোঃ খলিলুর রহমান, সংবাদকর্মী ও সদস্য মো: কামরুল ইসলাম রুবায়েদ, সমাজকর্মী ও সদস্য সুচরিতা দেব, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন, শিক্ষার্থী ফারহান শাহরিয়ার এবং সৌমিক প্রমুখ।
সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। নাগরিক নিরাপত্তা এবং উৎসবকালীন সময়ের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।