ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
হাজী কল্যাণ সমিতির উদ্যোগে হজ্ব সম্পন্নকারীদের সংবর্ধণা প্রদান
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-১০-০৫ ০৭:৫৯:২৮

 ২০২৪ সালে হজ্ব সম্পন্নকারী নীলফামারীর হাজীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে সদর উপজেলা ও পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যোগে। 

শনিবার দুপুরে জেলা শহরের মার্কাজ মসজিদ রহমানিয়া মাদরাসা হলরুমে এই সংবর্ধণা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 


পৌর হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য নুর কুতুবুল আলম চৌধুরী, জেলা হাজী কল্যাণ সমিতির সভাপতি ময়েজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন বক্তব্য দেন। 


জেলা হাজী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক আজহার আলীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন পৌর হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। 

অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার হিসেবে অংশগ্রহণকারী হাজীগণকে একটি করে নামাজ শিক্ষা বই তুলে দেন। জেলা হাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন জানান, ২০২৪সালে নীলফামারী জেলা থেকে ৬৮৫জন হাজী হজ্ব সম্পন্ন করেন। এরমধ্যে সদর উপজেলা থেকে ২৫০জন ছিলেন। 

নীলফামারী সদর ও নীলফামারী পৌর এলাকার হাজীদের নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা হাজী কল্যাণ সমিতির সহযোগীতায় অনুষ্ঠিত সভায় জেলা সদর ছাড়াও উপজেলা সমিতির নেতৃবৃন্দ এতে অংশ নেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী