ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সেনাবাহিনীর অভিযানে সোহাগ মাঝি গ্রেফতার
  • এইচ এম মোজাহিদুল ইসলাম নান্নু :
  • ২০২৪-১০-০৫ ০৬:২৫:১৯

সম্প্রতি পটুয়াখালী সদর ক্যাম্পে মোঃ সোহাগ মাঝি নামে একজন চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে একাধিক ব্যক্তি গুরুতর অভিযোগ নিয়ে আসেন। জানা যায় যে, সে পটুয়াখালী সদর থানায় ধর্ষণ, ডাকাতি, অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি এবং ঢাকা সিএমএম আদালতে একটি ব্যাংক ডাকাতির মামলার সাথে জড়িত। এছাড়াও খোঁজ নিয়ে জানা যায়, সে সম্প্রতি এলাকায় একটি চাঁদাবাজি এবং অপরাধমূলক নেটওয়ারক পরিচালনার মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে অসংখ্য মামলা রয়েছে এবং পুলিশ তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিল।

তাকে গ্রেপ্তার করার জন্য ০৩ অক্টোবর রাত ২৩:০০  ঘটিকায় পটুয়াখালী সদর আর্মি ক্যাম্প থেকে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।  

তার নির্ভুল অবস্থান শনাক্ত করার জন্য, বেশ কিছু পদ্ধতি ব্যবহার করা হয়। অবশেষে, রাত প্রায় ০২১০ ঘটিকায়, যৌথ অভিযান টিম তাকে প্রত্যন্ত গ্রামে তার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য পটুয়াখালী সদর থানার কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে দায়েরকৃত আগের কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী