ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৫ ০৬:২৩:১৭

‘শিক্ষকের কণ্ঠস্বর : শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার’ প্রতিপাদ্যে নীলফামারীতে জেলা শিক্ষা অফিসের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। 

এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে নীলফামারী সরকারী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। 

নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

বিশেষ অতিথি হিসেবে নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বক্তব্য দেন। 
অন্যান্যের মধ্যে নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, কিসামত চড়াইখোলা দাখিল মাদরাসার সুপার কাজী আব্দুল আজিজ, নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিরিন বানু, পলাশবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার রায় প্রমুখ। 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অংশ গ্রহণ করেন। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী