ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
দশ বছরে বিদ্যুতে ভর্তুকি ৫৮ হাজার কোটি টাকা
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-০৯-৩০ ০২:৫৩:৪৯

সরকারি হিসাব অনুসারে, এই মুহূর্তে ৯৭ ভাগ জনগোষ্ঠী এসেছে বিদ্যুতের আওতায়। আর এই কাজে গত ১০ বছরে ভর্তুকি ৫৮ হাজার কোটি টাকা।

গ্রামাঞ্চলে যায় ঘটুক, শহরে অন্তত বেশ ভালোই রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এক দশকে উৎপাদন ক্ষমতা প্রায় ৫ হাজার থেকে ২০ হাজার ৮শ' মেগাওয়াটে নিয়েছে সরকার। এজন্য সরকারের ভরসা তেলভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র।

দেশে উৎপাদিত সব বিদ্যুৎ পাইকারি দামে কিনে নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন বলেছেন, বেশি দামে কিনলেও, বেচতে হচ্ছে কমদামে।

উৎপাদিত বিদ্যুতের ৩৫ ভাগই আসে ডিজেল ও ফার্নেস তেল পুড়িয়ে। যাতে প্রতি ইউনিটের খরচ ১৪ টাকার মতো। সেখানে গ্যাস-কয়লার মতো জ্বালানি ব্যবহারে ব্যয় মাত্র ৩ টাকা। সারা দেশে তেলভিত্তিক ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র আছে শতাধিক।

বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, উৎপাদন সক্ষমতা বাড়লেও বিদ্যুৎ খাতে হ-য-ব-র-ল পরিস্থিতি তৈরি করেছে সরকার।

যদিও সরকারের বরাবরের দাবি, দ্রুত চাহিদা মেটাতে তেলভিত্তিক বিদ্যুতের কোনো বিকল্প ছিল না। কিন্তু উৎপাদন ক্ষমতার ৪৫ শতাংশ ব্যবহারই করা যাচ্ছে না। চাহিদা আর উৎপাদনের মধ্যে সেই ফারাক থাকার কথা সর্বোচ্চ ৩৫ শতাংশ।

২০১৬ সালে করা মহাপরিকল্পনায়, এ সময়ে বিদ্যুতের যে চাহিদা দেখানো হয়, তা প্রকৃত অবস্থার চেয়ে অনেক বেশি। সেই মহাপরিকল্পনা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিভাগ।

 

আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আসিফ নজরুল
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
পেছনে ফেরার কোনো সুযোগ নেই: প্রধান উপদেষ্টা