ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
  • দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৩ ০৯:১৮:১২

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামীলীগ নেতার দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলায় একদিন কারাবাসের পর ২ সেপ্টেম্বর বুধবার বিকেলে জামিনে মুক্ত হয়ে জেলহাজত থেকে বেরিয়ে যুবদল নেতা শফিকুল ইসলাম আজম উপজেলা ও পৌরসভা কৃষকদল, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে দুর্গাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। 

আওয়ামীলীগ নেতা শাহীন আলমের দায়ের করা মিথ্যা চাঁদাবাজি মামলায় একদিন কারাবাসের পর জামিনে মুক্ত শফিকুল ইসলাম আজম রাজশাহীর দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক। 

 ২ অক্টোবর বুধবার বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পৌর সদরের জিয়াচত্বরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসিয়ে যুবদল নেতা শফিকুল ইসলাম আজমকে কারাগারে পাঠানো হয়েছিলো। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান। 

প্রতিবাদ সভায় উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোহাইমেনুল হক রেন্টু বলেন, দীর্ঘ ১৭টি বছর আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলা হামলা সহ বিভিন্নভাবে নির্যাতিত হয়ে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নেতাকর্মীরা। 

উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জিলহাজ হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাশাসক ফ্যাসিবাদি আওয়ামামীলীগ সরকারের পতনের পর দেশের জনগন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করে।

উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মাইনুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সাধারন জনগনকে সাথে নিয়ে স্বৈরাচার মুক্ত দেশ গড়তে নানামূখী পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহন করছে ঠিক সেসময় এলাকায় বিস্তৃত হয়ে থাকা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা একশ্রেনীর স্বার্থনৈশী রাজনৈতিক মহলের প্রশ্রয়ে ত্যাগী পরিশ্রমী জনগনের আস্থা অর্জনকারী বিএনপি নেতাদের দেশ গঠনে বাঁধার মূখে ফেলতে এবং সাধারন জনগনের কাছে স্বচ্ছ নেতৃত্বকে প্রশ্নবৃদ্ধ করতে আবারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট মামলা দায়ের করছে। এসব মামলাবাজ আওয়ামী সন্ত্রাসীদের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। 
 
জানাযায়, ৩০ সেপ্টেম্বর  রোববার দুর্গাপুর উপজেলার গগনবাড়িয়া গ্রামের মাছ ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা শাহীন আলম চাঁদাবাজির অভিযোগ এনে জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ইসরাফিল হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ ১৭ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

উক্তমামলায় ৩০ সেপ্টেম্বর রোববার রাতে যৌথবাহিনীর সদস্যরা যুবদল নেতা শফিকুল ইসলাম আজমকে আটক করে থানায় সোপর্দ করলে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন দুর্গাপুর থানা পুলিশ। 

দুর্গাপুর পৌরসভা ছাত্রদলের আহবায়ক আল সাইফ জীবন বলেন, বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতার দায়েরকরা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে দেশে শান্তি সম্প্রীতি বজায় রাখতে এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের সুষ্টুভাবে দেশ পরিচালনায় বাঁধার সম্মূখিন না হওয়ার জন্য হুসিয়ার করেন। 

গ্রেফতারের একদিনের মাথায় জামিনে মুক্তি পাওয়া দুর্গাপুর পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম বলেন, ৫আগষ্ট  স্বৈরাচার আওয়ামী সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর একশ্রেনীর অসাদু অর্থবৃত্তলোভী মানুষ দেশের জনগনের সম্পদ লুন্ঠন, ব্যবসায়ীদের দোকানপাটে হামলা লুটপাট, চাঁদাবাজি শুরু করে। সেসময় সাধারন জনগনের সম্পদ রক্ষা সহ চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারন জনগনের পাশে দাঁড়ানোর জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পালনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ব্যস্ত ঠিক সেসময় নেতাকর্মীদের দলের হাইকমান্ড ও জনগনের কাছে প্রশ্নবৃদ্ধ করতে  স্বৈরাচার আওয়ামী নামধারী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন। দায়েরকৃত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছেন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। 

ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট মামলাটির সুষ্ট তদন্তের দাবি জানিয়েছেন মামলার আসামী জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক  ও দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, জয়নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসরাফিল হোসেন, পৌরসভা যুবদলের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম আজম, পৌরসভা ছাত্রদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ মামলার আসামী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় জাতীয়তাবাদী কৃষকদল, সেচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল ও ছাত্রদলের উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী