ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-১০-০৩ ০৯:১৫:০১

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে দশম গ্রেড ও প্রধান শিক্ষকদের নবম গ্রেডে বেতন প্রদানের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ। 

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। 

দলুয়া গোগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে প্রধান শিক্ষক ইন্দু ভুষণ রায়, প্রধান শিক্ষক আসাদুজ্জামান বাবু, সহকারী শিক্ষক সন্তোষ কুমার রায়, সহকারী শিক্ষক সায়ফুল ইসলাম, সহকারী শিক্ষক আসাদুজ্জামান সশি বক্তব্য দেন। 

মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন শালহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মনি। 
বক্তারা উল্লেখ করেন শিক্ষকরা বৈষম্যের শিকার। ন্যায্য দাবী থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষকরা। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী