ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
নীলফামারীতে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কমিটি গঠন
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৩ ০৬:০৯:৪৭

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন নীলফামারীর জজশীপ এবং ম্যাজিস্ট্রেসির সকল কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা গতকাল ন্যায়কুঞ্জে অনুষ্ঠিত হয়। 

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রশিদুল হক চৌধুরী মিলনের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্য আসাদুজ্জামান প্রামানিক। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা জজ আদালতের নাজির মশিউর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির সোহেল শাহ ও জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী লোকমান হোসেন মিলন। 

সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাব রক্ষক আসাদুজ্জামান প্রামানিককে সভাপতি ও জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী লোকমান হোসেন মিলনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। 

জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক লোকমান হোসেন মিলন জানান, ৪১সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি হবে এটি। কয়েকটি পদে নাম ঘোষনা করা হয়েছে বাকিগুলো দ্রুত প্রকাশ করা হবে। 

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী