ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মাদক প্রতিরোধে পারিবারিক সচেতনতা প্রয়োজন
  • নীলফামারী প্রতিনিধি
  • ২০২৪-১০-০৩ ০৬:০৮:৩৯

মাদক প্রতিরোধে পারিবারিক সচেতনতার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।  বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মাদক বিরোধী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 


জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। 


বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ওবায়দুল আনোয়ার বক্তব্য দেন। 


সভায় জানানো হয়, মাদক নির্মুলে তৃনমুলে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা মুলক নানা কর্মসুচি গ্রহণ করা হচ্ছে এছাড়া মাদক মামলা গুলোর দ্রুত বিচার নিষ্পত্তি এবং মাদক ব্যবসায়ীদেরও নানা ভাবে মোটিভেশন করার উদ্যোগ নেয়া হচ্ছে মাদক ব্যবসা পরিহারে। সরকারী বেসরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও প্রধানগণ এতে অংশ নেন। 

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত