নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় নীলফামারীর পাঁচটি যানবাহণ চালকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যম।
বুধবার বিকেলে জেলা শহরের ডোমার সড়কের বাইপাস নামক স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুন্না রানী চন্দ।
এ সময় প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।
অভিযানে উদ্ধার হওয়া ছয়টি হর্ণ ধ্বংস করা হয় এবং হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য সতর্ক ও প্রচারণা মুলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ বলেন, ‘শব্দ দুষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মুলক প্রকল্প’ এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।