ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তাঁর স্বামী ৭ দিনের রিমান্ডে
  • সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-১০-০৩ ০৫:৫৯:৫৫

সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার ও নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

  বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

একই সময় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর জামিনের আবেদন করা হয়। বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী