সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় সিরাজগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী রফিক সরকার ও নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বিকেলে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীকে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
একই সময় জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামীর জামিনের আবেদন করা হয়। বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।