সাবেক সংসদ সদস্য একরাম চৌধুরী গ্রেফতার
- নোয়াখালী প্রতিনিধ :
-
২০২৪-১০-০২ ০৯:৩৬:৫১
- Print
নোয়াখালী ৪(সদর সুবর্ণচর) আসনে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী কে চট্টগ্রামের খুলশী এলাকার তিন নম্বর রোডের নিজস্ব বাসা হতে এ গ্রেফতার করেছে র্যাব-৭।
মঙ্গলবার রাত ১১ঃ৫০ মিনিট এর সময় গ্রেপ্তার করে প্রথমে খুলশী থানায় রাখা হয়। পরে তাকে শুধারাম মডেল থানায় নিয়ে আসা হয়। সকাল সাতটায় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার বিরুদ্ধে সোনাইমুড়ি, কবিরহাট, সুধারাম মডেল থানায় এবং ঢাকার আদাবর থানায় হত্যা, বিস্ফোরক,অবৈধ অস্ত্র ব্যবহারের, দায়ে মোট পাঁচটি মামলা হয়েছিল। তার বাসা হতে নগদে দশ লক্ষ টাকা, ১৬২০০ ইউএস ডলার, এবং ২১০০সিঙ্গাপুরি ডলার উদ্ধার করা হয়।
এর আগে ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি টানাচারবার নির্বাচিত হন। তিনি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এলাকায় তিনি "নগদ" চৌধুরী নামে পরিচিত ছিলেন।