ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • ২০২৪-১০-০১ ০৮:৫৬:৫৭

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রাঘাতে দিশু দাস (৫৯) ও রবীন্দ্র দাস (৩৭) নামে দুই জেলে নিহত হয়েছেন। মাছ ধরা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার মাছিহাতা ইউনিয়নের   কাঞ্চনপুর নামক  স্থানে তারা বজ্রাঘাতের শিকার হন। দিশু দাস ওই এলাকার ধরনি দাসের ছেলে ও রবীন্দ্র দাস একই এলাকার গৌরাঙ্গ দাসের ছেলে।  

মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলামিনুল হক পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দু’জন তিতাস নদীতে মাছ ধরতে যান। এসময় বৃষ্টি হচ্ছিল। মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী