ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
ল্যান্ড মাইন বিস্ফোরণে টেকনাফে একজনের পা উড়ে গেছে
  • কক্সবাজার প্রতিনিধি:
  • ২০২৪-১০-০১ ০৭:৫৬:২৭

কক্সবাজারে টেকনাফের নাফ নদীর হোয়াইক্যং সীমান্ত সংলগ্ন ওপারে লালচর এলাকায় মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা উড়ে গেছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে টেকনাফ উপজেলার নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সংলগ্ন সীমান্তের ওপারে লালচর এলাকায় এ ঘটনা ঘটে বলে। 

আহত ওমর ফারুক (১৮) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর পাড়ার মোহাম্মদ ইলিয়াছের ছেলে।

আহতের স্বজন ও স্থানীয়দের বরাতে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নুর আহমদ আনোয়ারী বলেন, মঙ্গলবার সকালে টেকনাফে নাফ নদীর হোয়াইক্যং পয়েন্ট সীমান্ত দিয়ে ওমর ফারুকসহ স্থানীয় দুই যুবক মিয়ানমারের লালচর এলাকায় আনারগুলা নামের এক ধরনের খাদ্যফল আনতে যায়। এক পর্যায়ে সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওমর ফারুক গুরুতর আহত হয়।

“ মাইন বিস্ফোরণে ওমর ফারুকের ডান পায়ের গোড়ালী বিচ্ছিন্নের পাশাপাশি বাম পা ও আঘাতপ্রাপ্ত হয়েছে। “

 টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি খবরটি শুনেছেন। আহত যুবক উখিয়ার কুতুপালং এলাকাস্থ এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত