ঢাকা শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
দিনাজপুরে সেন্ট যোসেফ স্কুলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
  • দিনাজপুর প্রতিনিধি:
  • ২০২৪-১০-০১ ০৭:৪৮:১৫

দিনাজপুরে সুনামধন্য বিদ্যাপিঠ সেন্ট যোসেফস্ স্কুলে “বিজ্ঞানের স্পর্শে আগামী প্রজন্ম” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দুই দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। 

 সোমবার  সকাল ১০ টার দিকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার মারকুস র্মূমূ । প্রধান শিক্ষক সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটির আহবায়ক অমৃতা দাস।

উপস্থিত অতিথি ও সকল ছাত্রছাত্রীরদের সাথে নিয়ে ফিতা কেটে , বেলুন ও  সাদা পায়রা উড়িয়ে মেলা কার্যক্রম উদ্ধোধন করেন । আলোচনা সভা শেষ করেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলার জন্য বিদ্যালয় মাঠেই ডিপ্লে প্রদর্শন করেন। পরে বিদ্যলয়ের ছাত্রীরা বিনোদন দেওয়ার জন্য মিউজিকের তালে তালে  বিশেষ নৃত্য পরিবেশন করেন ।   

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ১৭৫ জন শিক্ষার্থী ১২৫টি প্রজেক্ট প্রদর্শন করে। এছাড়াও অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রতিযোগীতা এবং ৩০টি উদ্যোক্তার স্টোলের সমন্বয়ে উদ্যোক্তা মেলা প্রদর্শন করে শিক্ষার্থীরা।

ওয়েস্ট ইন্ডিজে ইতিহাস গড়ল বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে এশিয়ার সেরা বাংলাদেশের যুবারা
সৌম্যের ঝড়ো ব্যাটিংয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স