ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ‘গ্রাম আদালত কার্যক্রম বিষয়ক’ অংশীজনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • নুর আলম, নীলফামারী:
  • ২০২৪-১০-০১ ০৬:২৬:৪৭

গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কার্যক্রম পরিচালনায় অংশীজনের সাথে সমন্বয় সভা গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসন ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে এতে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাসুদ রানা বক্তব্য দেন। 

সভায় জানানো হয়, জেলার ৫টি উপজেলার ৩০টি ইউনিয়নে সক্রিয় এবং ৪টি উপজেলার ৩০টি ইউনিয়নে ফলোআপ হিসেবে কাজ করছে গ্রাম আদালত। আদালতে এখন পর্যন্ত ৭০৬টি মামলার আবেদন করা হলেও ৫০৬টি নিষ্পত্তি করা হয়। 

প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাসুদ রানা জানান, স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে অধিকতর স্বচ্ছ ও গ্রহণ যোগ্য করা, গ্রামীন জনপদের বিশেষ করে নারী এবং দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং উচ্চ আদালতে মামলার জট কমানোয় গ্রাম আদালতের মুল উদ্দেশ্য। 

প্রসঙ্গত ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ উন্নয়ন কর্মসুচি এবং স্থানীয় সরকার বিভাগের সহযোগীতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত