গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের চর পিঙ্গোলিয়া গ্রামের মোঃ সিরাজ শেখের বাড়িতে সোমবার রাত ৭:৪৫ মিনিট এর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে। এই সময় গোয়াল ঘরের তিনটা গরু , এবং একটা মোটরসাইকেল সহ ঘরের টিনের বেড়া, ফ্রিজ সহ যাবতীয় সামগ্রী পুড়েছে।
সিরাজ শেখ এর স্ত্রী সময় হোসনেয়ারা বেগম তিনি বলেন, সাতটা পাঁচচল্লিশ মিনিটের সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন ধরলে ঘরের যাবতীয় মালামাল সহ পড়ে যায়, ভুক্তভোগী হোসনেয়ারা বেগম তিনি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
পরবর্তীতে রেজাউল মাওলা ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা তিনি সাংবাদিকের এক সাক্ষাৎকারের সময় বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে অগ্নিকাণ্ড ঘটলে, ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিভায়।