ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
ভারতে মহানবী (সা:)কে কর্টুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল
  • ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি
  • ২০২৪-০৯-২৯ ১৩:২২:১৬
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মুক্তির মহানবী মুহাম্মাদ (সাঃ)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজিপি নেতার সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর রবিবার বাদ আছর ফ্রেডশীপ ওয়েলফেয়ার সোসাইটি ও তাওহীদি মুসলিম জনতার আয়োজনে বালারহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বালাহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। আবু সায়েমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা আতিকুর রহমান, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি নাজমুল হুদা সহ আরো অনেকে। এ সময় বক্তারা নবীজিকে নিয়ে কটুক্তি করায় ভারতকে হুঁশিয়ারি দিয়ে তীব্র প্রতিবাদ জানান, এবং বাংলাদেশের সকল ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান। ভারতীয় পুরোহিত কর্তৃক কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজিপি নেতার বিরুদ্ধে অন্তবর্তী কালীন সরকারের পক্ষ থেকে একটি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী