দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে নারী-শিশুসহ ৫ জনকে আটক করেছে বিজিবি।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর) ভোরে দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ বিরল উপজেলার রামচন্দ্রপুর বিওপি’র সীমান্ত পিলার ৩২৯/৮-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপাপাড়া নামক স্থান দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী-শিশুসহ ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
এদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও এক জন শিশু রয়েছে।
আটককৃতরা হলো- শ্রী পঞ্চনন চন্দ্র রায় (৩৩), পিতাঃ শ্রী প্রভাষ চন্দ্র রায়, শ্রী তাপসী রানী রায় (২৮), স্বামীঃ শ্রী পঞ্চনন চন্দ্র রায়, শ্রী দীপ্ত চন্দ্র রায় (০৩) সকলের গ্রাম ও পোস্টঃ টাংগুয়া, থানাঃ খানসামা, জেলাঃ দিনাজপুর, শ্রী তপু চন্দ্র রায় (১৯), পিতাঃ শ্রী পরেশ চন্দ্র রায়, গ্রামঃ সুজালপুর, পোস্ট ও থানাঃ বীরগঞ্জ, জেলাঃ দিনাজপুর, পাওলিনা হেম্রন (১৪), পিতাঃ হরেন হেম্রন, গ্রামঃ বৃন্দাবনপুর, পোষ্টঃ জিগড়াপাড়া, থানাঃ গোদাগাড়ি, জেলাঃ রাজশাহী।
আটককৃতদের দিনাজপুরের বিরল থানায় হস্তান্তর করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে বলে দিনাজপুর ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল মো.আহসান উল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।