বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়ষ্ক ১০ আসামির রায় আগামীকাল (বুধবার)। মাত্র ৩০ কার্য দিবসে মামলাটির বিচার কাজ শেষ হয়। এতে সাক্ষ্যগ্রহণ করা হয় ৭৬ জনের। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে রিফাতের পরিবার। এদিকে, রিফাতের স্ত্রী মিন্নিকে নির্দোষ দাবি করেছে তার বাবা-মা।
২০১৯ সালের ২৬ জুন দুপুরে বরগুনা সরকারি কলেজ গেটে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নয়নবন্ডসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন রিফাতের বাবা। এতে রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে প্রধান সাক্ষী করা হয়।
পরে মিন্নিকে জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সম্পৃক্ততা পাওয়া যায়। এতে মিন্নিসহ প্রাপ্তবয়স্ক ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জনের নামে আদালতে আলাদা অভিযোগপত্র জমা দেয় পুলিশ। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছেন রিফাতের বাবা-মা।
এদিকে, মিন্নিকে নির্দোষ দাবি করেছে তার বাবা-মা ও আইনজীবী।
এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জনের বিচার কাজ শেষ হয় গত ১৬ সেপ্টেম্বর।
মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়নবন্ড পুলিশের সাথে গোলাগুলিতে নিহত হয়। প্রাপ্তবয়স্ক আসামিদের মধ্যে মুসাবন্ড ছাড়া সবাই কারাগারে রয়েছে।