ঢাকা মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
নীলফামারীতে ‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসুলুল্লাহ(সাঃ) এর কর্মপন্থা’ শীর্ষক সেমিনার
  • নীলফামারী প্রতিনিধি:
  • ২০২৪-০৯-২৯ ০৬:০৮:২৩

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাসুলুল্লাহ(সাঃ) এর কর্মপন্থা’ শীর্ষক সীরাতুন্নবী(সাঃ) সেমিনার শনিবার সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। 

জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এবিএম জাকির হোসেন। 

প্রবন্ধ উপস্থাপক হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোঃ নাছির উদ্দিন মিঝি এবং আলোচক হিসেবে বিশিষ্ট গবেষক শিক্ষাবীদ ও সমাজ সেবক ড. খায়রুল আনাম এবং জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। 

অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলে ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থ্যতা কামনা করা হয়।

পুলিশের অসাদাচরনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত
 শিশু রুকাইয়া রহমান আনহাকে বাঁচাতে এগিয়ে আসুন
নীলফামারীর চিলাহাটিতে পেকিন হাঁস  পালন বিষয়ক খামার দিবস অনুষ্ঠিত