মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আজ দুপুর ১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে তাঁর দাফন সম্পন্ন হয়।
এরআগে সকাল সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, সহকর্মী’সহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। জানাজা শেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
সকাল ৮টায় সিএমএইচের হিমঘর থেকে অ্যাটর্নি জেনারেলের মরদেহ নেয়া হয় তাঁর মিন্টো রোডের বাসায়। শেষবারের মতো তাকে দেখতে সেখানে ভিড় করেন স্বজন-শুভাকাঙ্ক্ষীরা।
করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।
গত ৩ সেপ্টেম্বর রাতে অ্যাটর্নি জেনারেল জ্বর অনুভব করেন। পরদিন ৪ সেপ্টেম্বর সকালে তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে ওই দিনই তাঁকে সিএমএইচে ভর্তি করা হয়। এরপর ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে ১৮ সেপ্টেম্বর ভোরে হার্ট অ্যাটাক হলে তাঁকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়।