ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দুর্গাপুরে জামায়াতের ওয়ার্ড কর্মী ও সুধীদের নিয়ে মতবিনিময় সভা
  • দুর্গাপুর, (রাজশাহী) প্রতিনিধি:
  • ২০২৪-০৯-২৮ ০৬:২৫:২৩

বৈষম্যহীন সমাজ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকা তলে যুক্ত হওয়ার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন 

জামায়াতে ইসলামী রাজশাহী পূর্ব জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান লিটন। দুর্গাপুরে আড়ইলে ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সেই সাথে রাজনৈতিক হানাহানি ও দ্বন্দ্ব-সংঘাত এড়িয়ে সবাইকে ঐক্যের রাজনীতি করারও আহবান জানিয়েছেন।

রাজশাহীর দুর্গাপুরে আড়ইলে ৮নং ওয়ার্ড জামায়াতের কর্মী ও সুধীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় ইউনিয়নের ৮ নং আড়ইল ওয়ার্ড শাখার আয়োজনে কর্মী ও সুধীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশমত গনকৈড় ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক জাবের আলী, দুর্গাপুর  পৌরসভা আমীর মাওলানা রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ইয়াছিন আলী মেম্বার, মাওলানা আ: জব্বার, জামায়াত নেতা আব্দুল আজিজ, আকরাম আলী, আলমগীর হোসেন, ডা: মাহবুব, ছাত্রনেতা মাহফুজুর রহমান ইমন, জুবায়ের আল মাহমুদ প্রমূখ।

শ্রমিকদের ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে  একজনের মৃত্যু
ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সকল সুবিধা দিত হাসিনা:  আলতাফ হোসেন চৌধুরী